সাতকানিয়াস্থ পুরানগড় ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ফ্রী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২০ নভেম্বর ) সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে পুরানগড় শাহ সরফুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও পুরানগড় ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক হোসাইন মোহাম্মদ এরশাদের সভাপতিত্বে ও সার্বিক সহযোগিতায় ফ্রী চিকিৎসা ক্যাম্প, ব্লাড় গ্রুপ নির্ণয় ও কর্ন ছেদন ক্যাম্পেইন-২০২১ ইং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মফিজুর রহমান,
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আমানুর রশিদ হিরু, বিশেষ অতিথি পুরানগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পুরানগড় ইউনিয়নের চেয়ারম্যান জনাব আ ফ ম মাহবুবুল হক সিকদার, সাধারণ সম্পাদক জনাব আতাউল ইসলাম, পুরানগড় শাহ্ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সপ্ন কুমার দে, পুরানগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক আবু মোবারক জাহাঙ্গীর, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক নাজিম উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এম মনজুর আলম, দক্ষিণ জেলা আওয়ামী সেচ্চাসেবক লীগের সদস্য ইফতিকার বাপ্পি সহ প্রমূখ।
Discussion about this post