ঢাকার ধামরাইয়ে আদালতের রায় পেয়েই বিরোধপূর্ণ বাড়ী দখলের চেষ্টায় দু’পক্ষের সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৭জনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৯ নভেম্বর শুক্রবার উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে বিবদমান দু গ্রুপের লোকজনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী জানান,উপজেলার সুতিপাড়া ইউনিনের বালিথা গ্রামের মিনহাজ উদ্দিনের জমির ক্রেতা মানিকগঞ্জে কর্মরত উপ-পুলিশ পরিদর্শক মোঃ আব্দুস সাত্তারের সঙ্গে বাড়ীর জমি নিয়ে বিরোধে জজ আদালতে মামলা চলে আসছে প্রতিবেশী আমির হোসেন গংদের বিরুদ্ধে। বৃহস্পতিবার আমির হোসেন গংদের পক্ষে আদালত রায় প্রদান করেন। শুক্রবার লোকজন নিয়ে ওই বাড়ীটির দখল নিতে আমির হোসেন গংরা। এ সময় খবর পেয়ে মানিকগঞ্জে কর্মরত পুলিশ কর্মকর্তা আব্দুর সাত্তার ধামরাই থানার পুলিশকে সঙ্গে করে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বাঁদা প্রদান করেন।পুলিশের উপস্থিতিতেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে পুলিশের এস আই সাত্তার, আমির হোসেন, সামছুনাহার নাহার, খাদিজাতুন কুবরা, সাদ্দাম হোসেন, আফরোজাসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।পরে ধামরাই থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিত শান্ত করে।
ধামরাই থানার এসআই আরাফাত জানান, কোন কিছু বুঝে উঠার আগেই সংঘর্ষ বেঁধে যায়। এরপরও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জীবনের বাজী রেখে কাজ করে। ঘটনায় আহত পুলিশ কর্মকর্তাসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় এখনও কোনপক্ষই লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে এব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি নিয়ন্তণে ঘটনাস্থলে পুলিশ মোতায়ের রয়েছে।
অধি/সাই
Discussion about this post