শিশু মোঃ রাফিকে বাঁচাতে অসহায় বাবা-মার আকুল আবেদন। মোঃ রহিম এর ২ বছরের শিশু রাফি উন্নত চিকিৎসার অভাবে দিন দিন মৃত্যুর সঙ্গে লড়ছে। দিনমজুর পিতা তার চিকিৎসাভার বহন করা সম্ভব নয়।
রাফির পরিবার থেকে জানানো হয়, টাকার অভাবে এক মাত্র ছেলের ভালো চিকিৎসা করাতে পারছি না। সংসারে নুন আনতে পান্থা ফুরায় অবস্থা। রাফির উন্নত চিকিৎসার জন্য কয়েক লাখ টাকা দরকার। তারা একমাত্র ছেলের জীবন বাঁচাতে ধনাঢ্য ব্যক্তিদের সাহায্য কামনা করেন।
২ বছর বয়সী শিশু সন্তান রাফি জন্মের পর থেকেই অস্বাভাবিক । তার শরীরের অবস্থা দিন দিন অস্বাভাবিক ভাবে খারাপের দিকে যাচ্ছে। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না।
এখন উন্নত চিকিৎসা আর অপারেশনে তাকে বাঁচাতে পারে। সে জন্য দরকার কয়েক লাখ টাকার । অসহায় বাবা-মা আনোয়ারাবাসী সহ দেশবাসীর কাছে এই অবুঝ শিশুটির চিকিৎসার জন্য আর্শিবাদ ও আর্থিক সহযোগীতা কামনা করছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা: মোঃ রহিম , গ্রাম : ইউসুফ আলী মেম্বার বাড়ি,বিলপুর , ইউনিয়ন: আনোয়ারা সদর ,
পো-আনোয়ারা ,থানা-আনোয়ারা , জেলা- চট্টগ্রাম। মোবাইল নং,01812883744,,,01868645319
Discussion about this post