ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে সকল পদের প্রতিদ্বন্দী প্রার্থীদের নিয়ে আচরণবিধি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১আক্টোবর) বিকাল ৫ টায় উপজেলা চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন- ঢাকা পুলিশ সুপার মারুফ সরদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমা নাহার, ঢাকা জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহাফুজা আক্তার, ঢাকা জেলার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মুনীর হোসাইন খান, ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তার প্রমুখ।
প্রধান অতিথি বক্তবে বলেন. ইউনিয়ন পরিষদের নির্বাচনে সঠিক ভাবে আচরণবিধি মেনে কাজ করতে হবে। যদি কোন প্রার্থী আচরণবিধি লঙ্গণ করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অধিকার / রুডি
Discussion about this post