আব্দুর রাজ্জাক সিনিয়র রিপোর্টার
দিনাজপুরের ঘোড়াঘাটে বিষপানে আসলাম (৩০) নামের এক যুবকের আত্মহত্যা এবং একই উপজেলার শ্রী ফুলচান চৌধুরী(৭০) নামে এক বৃদ্ধ বিষপানে অসুস্থ হয়ে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
নিহত আসলামের পরিবার জানান, ঘোড়াঘাট উপজেলার বিশাইনাথপুর দামপাড়ার আঃ অহেদের ছেলে আসলামের সাথে প্রায় ৬ বছর পুর্বে জয়পুরহাট জেলার নান্দাস গ্রামের আব্দুস সাকিমের মেয়ে শারমিন আক্তারের বিয়ে হয়। তার কিছু দিন পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যর সৃষ্টি হয় এবং মনোমালিন্যতার এক পর্যায়ে মাঝে মধ্যেই স্ত্রীর সাথে বাকবিতণ্ডা হয়। এরই মধ্যে তাদের একটা পুত্র সন্তানের জন্ম হয়।
আসলাম ঢাকায় রিক্সা চালাতো, বুধবার (৮ জানুয়ারী) দিবাগত রাতে সে ঢাকা থেকে বাড়িতে আসে। এ সময় স্ত্রী শারমিন আক্তার সে তার বাবার বাড়িতে অবস্থান করছিল। স্বামী আসলাম বাড়িতে আসার খবর পেয়ে স্ত্রী শারমিন বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সকালে সে তার স্বামীর বাড়িতে আসে। স্বামী স্ত্রীর মধ্যে আবার বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে সকাল ১০টায় স্ত্রীর উপর অভিমান করে ইঁদুর মারা ট্যাবলেট (বিষ) খেয়ে অসুস্থ হলে পরিবারের লোক জন স্থানীয় ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করলে সে সময় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে অন্যত্র স্থানান্তরিত করেন। পরে দুপুর আনুমানিক ১টায় আসলামের মৃত্যু হয়।
অপরদিকে একই দিন দুপুরে ঘোড়াঘাট পৌর সভার ফুরলের বারনী বালু এলাকার শ্রী ফুলচান চৌধুরী(৭০) নামে এক বৃদ্ধ পারিবারিক কলহের জের ধরে কীটনাশক পানে অসুস্থ হয়ে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ বলেন, ঘটনা শুনেছি। মৃত্যু ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।
Discussion about this post