চট্টগ্রাম প্রতিনিধি –
রাঙ্গুনীয়ার সরফভাটা ইউনিয়নের জনপ্রিয় বিএনপি নেতা মামুনের প্রকৃত হত্যাকারীদের আইনের আওতায় আনা, রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্য হাসিলের নিমিত্তে মামুন হত্যায় নিরীহ আরবিন হুমায়ন, জাবেদ বাহাদুর সহ অন্যান্যদের জড়ানোর প্রতিবাদ এবং মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রকৃত আসামীদের আওতায় আনার দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে সরফভাটার সর্বস্তরের জনগন।
বিপুল সংখ্যক নারী ও পুরুষের উপস্থিতিতে দ বৃহস্পতিবার দুপুরে এই মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত জনগণ বলেন, ” শান্তির জনপদ হিসেবে খ্যাত সরফভাটা কে অশান্ত করতে জনপ্রিয় বিএনপি নেতা মামুনকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, মামুন হত্যার প্রকৃত খুনিদের আসামি না করে সরফভাটার জনগণের সুখ-দুঃখের সাথী চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আরবিন হুমায়ুন, জাবেদ বাহাদুর সহ ১৪ জন নিরীহ ব্যক্তিকে মামলার আসামি করে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে একটি চিহ্নিত মহল । এই চিহ্নিত মহলটি ৫ আগস্ট এর পর বিএনপির নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে বালু উত্তোলন সহ নানা অনৈতিক ও অবৈধ কর্মকান্ডের সাথে জড়িত । আরবিন হুমায়ুন, জাবেদ বাহাদুর ও অন্যান্যরা ওই মহলটির এই সমস্ত অপকর্মের প্রতিবাদ করায় তাদেরকে মামলার আসামি করা সহ জনপ্রিয় বিএনপি নেতা মামুনকে হত্যা করেছে। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, মামুন হত্যার প্রকৃত আসামিদের সনাক্ত করে গ্রেফতার , মামুন হত্যায় প্রকৃত আসামিদের আড়াল করে আরবিন হুমায়ন, জাভেদ বাহাদুর সহ নিরীহ ১৪ জনের মিথ্যা মামলা প্রত্যাহার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও ঐ চিহ্নিত দুর্বৃত্ত লালন পালনকারী মহলের নেতৃবৃন্দের বিষ দাঁত ভেঙে দিতে খুব দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
Discussion about this post