আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
আনোয়ারা পাটনীকোঠ শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমের এক সভা সংগঠনের সভাপতি প্রকৌশলী স্বপন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি ও পাটনীকোঠা শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদ বাবু বাবুল ঘোষ বাবুন, উপদেষ্টা অনিল দত্ত, উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিবাকর দাশ মান্না, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গৌতম দাশ, সুকুমার দাশ সুমন,লিটন দাশ,উৎপল দাশ,ইমন দাশ,রাজন দাশ,বিবেকানন্দ যুব পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কালাচাঁদ ভট্টাচার্য সীমান্ত, বাপ্পি দাশ,সৈকত শীল,রুপেশ দাশ,রতন সেন,সমীর সদ্দার, শম্ভু দাশ,মিঠুন ভট্টাচার্য, সৌরভ দাশ,স্বাগতম দাশ অনিক,পল্লব চক্রবর্তী, রাজু শীল,সেওয়াগ সেন।সভায় দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে লিটন দাশ সভাপতি, ইমন দাশ সাধারণ সম্পাদক, রাজন দাশ কোষাধ্যক্ষ ও উজ্জ্বল দত্তকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে দুই বছরের জন্য উৎসব কমিটি গঠিত হয়।
Discussion about this post