আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে দুটি এলজি, চারটি ছুরি, দুটি দা ও আটটি গুলিসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে। সোমবার উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটক দুজন হলেন পশ্চিমচাল এলাকার মৃত বাবু মিয়ার ছেলে আবদুর রহিম ( ৫৫) ও তাঁর ছেলে মো. ইমরান (২৪ )। রহিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় নারী নির্যাতন, খুন, ডাকাতি, মাদক, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে। একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি।
ভোর থেকে দুপুর পর্যন্ত সেনাবাহিনীর এই অভিযান চলে। এ সময় পুকুরের পানিতে ডুব দিয়ে আত্মগোপনের চেষ্টা করেন আবদুর রহিম। তবে শেষ পর্যন্ত তাঁকে গ্রেপ্তার হতে হয়।
জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, সেনাবাহিনী অস্ত্রসহ দুজনকে আটক করে মামলার মাধ্যমে থানায় হস্তান্তর করেছেন। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Discussion about this post