মো আবদুল করিম সোহাগ -ঢাকা :
২৮ডিসেম্বর শনিবার বিকেল ৫ ঘটিকায় রাজধানীর সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে দেশের স্বনামধন্য মিডিয়া ব্যাক্তিত্ব ও উদ্যোক্তাদের গণস্বাস্থ্য হোমিও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন বেস্ট এন্টারপ্রেনার এ্যাওয়ার্ড প্রদান, সনদপত্র বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ’র ব্যবস্থাপনায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য সংগীত শিল্পী পপ সম্রাট ফেরদৌস ওয়াহিদ, নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার, টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম সহ সংগঠনের নির্বাহী কমিটি।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ ইকরামুল হক ভূঁইয়া।
রুনা খান বলেন, এই ধরনের এ্যাওয়ার্ড প্রোগ্রামে হাজির হয়ে নিজেকে ভালো লাগছে
এ্যাওয়ার্ড পাওয়া তো সম্মানের আর আমাকে যে সম্মান দিয়েছে তাই আমি এই অনুষ্ঠানের আয়োজকদের কাছে কৃতজ্ঞ জানায়।
যাঁদেরকে সম্মাননা দেওয়া হয়-
আনোয়ারা বেগম (আজীবন সম্মাননা), রাহাত সাইফুল (বেস্ট কালচারাল রিপোর্টার), গাজী আনিস (বেস্ট লাইফ স্টাইল জার্নালিস্ট), আনিকা কবির শখ (বেস্ট মডেল এন্ড একট্রেস), রুমানা ইসলাম মুক্তি (টিভি মডেল এন্ড ফিল্ম একট্রেস), ইভান শাহরিয়ার সোহাগ (বেস্ট ড্যান্স কোরিওগ্রাফার), গৌতম সাহা (বেস্ট ফ্যাশন কোরিওগ্রাফার) প্রার্থনা ফারদিন দীঘি (ফিল্ম একট্রেস), আরেফিন জিলানী (টিভি একটর), রুনা খান (বেস্ট ফিল্ম একট্রেস), তানহা তাসনিয়া (টিভি এন্ড ফিল্ম একট্রেস), সাজিয়া আফরিন (বিউটিশিয়ান), উম্মে হালিমা সাবরুন জামিলি (বেষ্ট উইমেন এন্টারপ্রেনার) সহ বিভিন্ন সেক্টরে কাজ করা উদ্যোক্তাদের এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Discussion about this post