আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুরে সংগঠনের অস্থায়ী কার্যলয়ে উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ডাক্তার শফিকুর রহমান সভাপতিত্বে সাধারণ সম্পাদক সজল দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডাক্তার কংষ রাজ দত্ত উপদেষ্টা সজল মিত্র, ডাক্তার মন্টু মোহন নাথ, সহ সভাপতি পি কে দাশ বাবুল অর্থ সম্পাদক ডাক্তার শম্ভু রঞ্জন দত্ত ,ডাক্তার মিলন চক্রবর্তী, ডাক্তার ডাক্তার দীলিপ কুমার দাশ ডাক্তার আবদুল মান্নান ,
ডাক্তার আহমদুর রহমান, ডা: আবুল খায়ের, ডা: মোহাম্মদ ইউচুপ, ডাক্তার মো আব্দু রহিম, ডাক্তার এম এ মান্নান, ডাক্তার, সন্তোষ শীল, ডা: জাহাঙ্গীর আলম, ডা : সজীব দত্ত, ডা: অনিমেষ কান্তি শীল, ডা: জামেনা আক্তার, ডা:বেলাল উদ্দীন, ডাক্তার অমিত রায়, ডাক্তার দেলোয়ার হোসেন, ডাক্তার শামশুল ইসলাম, ডাক্তার বাপ্পি দাশ, ডাক্তার মৃদুল কান্তি শীল,
ডাক্তার সুসেন চন্দ্র সিংহ,ডাক্তার জাফর আহমদ,
ডাক্তার প্রিয়তোষ দাশ প্রমুখ।
Discussion about this post