আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা প্রবাসী মানবিক ফাউন্ডেশনের সাধারণ সভা ও সদস্যদের মিলনমেলা অনুষ্টিত হয়।
সোমবার (২ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে শারজা ন্যাশনাল পার্কে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় ফাউন্ডশনের সদস্য ইলিয়াছ কাঞ্চান দিদারের সঞ্চনালয় পবিত্র কোরান তেলোয়াত করেন হাফেজ সেলিম উদ্দীন, স্বাগত বক্তব্য রাখেন ম. আরিফুর রহমান ঝিনুক, আরো বক্তব্য রাখেন তৈয়ব সিরাজী, কবির আহম্মদ, মাওলানা জামাল, মোঃ হামিদ, সিরাজ, সালাহ উদ্দীন চৌধুরী, নাছির, তৌহিদ, আজাদ, মাওলানা নাছির, আলম, জব্বার, সুমন, ফারুক, ফোরকান, শাহজাহান, হেলাল, আবদুন নুর ও মুহাম্মদ আবদুস শাকুরের সমপনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্টান সমাপ্তি হয়।
Discussion about this post