আনোয়ারা প্রতিনিধি
আদালতে হাজিরা দিতে গিয়ে আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী গ্রামের ভূমিদস্যু গিয়াস উদ্দিনকে (৪৫) হত্যার উদ্দেশ্যে নারীর শ্লীলতাহানি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গিয়াস উদ্দিন ওই মামলায় চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বিচারক শহীদুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়,গত ৫ ফেব্রæয়ারি সকালে আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড চর জুঁইদন্ডী এলাকায় জমির বিরোধ নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গিয়াস উদ্দিনের নেতৃত্বে জনতাবদ্ধ মারপিটে ৫-৬ জন নারী-পুরুষকে রক্তাক্ত জখম করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী হাসিনা বেগম গত ৮ ফেব্রæয়ারি গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করে ৭ জনের নামে আনোয়ারা থানায় মামলা করেন। মামলার আসামিরা গত ২৪ সেপ্টেম্বর থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। আদালতের নির্দেশ অনুযায়ী আসামি গিয়াস উদ্দিন মঙ্গলবার স্থায়ী জামিনের জন্য চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়েছিলেন।
বাদীর পক্ষের আইনজীবী ইমরান হোসেন বলেন,মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিনের জামিন আবেদন শুনানী শেষে তা নাকচ করে জেলহাজতে পাঠানো হয়।
Discussion about this post