ঢাকার ধামরাই থানাধীন সূয়াপুর এলাকার কুটিরচর গ্রাম থেকে বিলকিস আক্তার(৩০) নামে এক মাদক কারবারিকে এক কেজি আটশ গ্রাম গাঁজাসহ আটক করেছে মানিকগঞ্জ র্যাব-৪।
গত সোমবার (২৫অক্টোবর)দিনগত রাতে ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়নের কুটিরচর এলাকা হতে রাত ১০টার সময় অভিযান পরিচালনা করে মহিলা মাদক ব্যবসায়ী বিলকিস আক্তারকে আটক করা হয়।মানিকগঞ্জ র্যাব ৪ এর সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মোঃ আরিফ হোসেন তথ্য নিশ্চিত করছেন।আটককৃত বিলকিস আক্তার সূয়াপুর এলাকার কুটির গ্রামের মোঃ হাফিজুর ইসলামের স্ত্রী।
র্যাব-৪ এর সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মোঃ আরিফ হোসেন বলেন,মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানাযায় ধামরাই উপজেলার সূয়াপুর এলাকার কুটিরচর গ্রামের বিলকিস আক্তার নামে এক মহিলা মাদক ব্যবসায়ী তার নিজ ঘরে গাঁজা রেখে বিক্রি করে। এমন তথ্য অভিযোগের ভিত্তিতে সেই সংবাদের মাধ্যমে মঙ্গলবার দিনগত রাত ১০টার সময় কুটিরচর গ্রামে অভিযান চালিয়ে বিলকিস আক্তারের নিজ শয়ন কক্ষ থেকে এক কেজি আটশ গ্রাম গাঁজসহা তাকে আটক করা হয়। এই সময় তার সাথে থাকা গাঁজা বিক্রির ৮ হাজার ১০০টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
এই বিষয়ে র্যাব-৪এর সিপিসি-৩কোম্পানী কমান্ডার মোঃ আরিফ হোসেন বলেন.জিজ্ঞাসাবাদে জানতে পারি বিলকিস আক্তার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়নের কুটিরচর এলাকায় অভিযান পরিচালনা করে এক কেজি আটশ গ্রাম গাাঁজাসহ বিলকিস আক্তারকে আটক করি।মাদক ব্যবসায়ী বিলকিস আক্তার এর বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়তন্ত্র আইনে মামলা দায়ে করা হয়েছে।মামলা নং ২৬।
অধিকার /রুডি
Discussion about this post