আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
আনোয়ারা থানা পুলিশের বিশেষ অভিযানে দুজনকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) আনোয়ারা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এই দুজনকে আটক করেছে বলে জানান আনোয়ারা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন ৮নং চাতরী ইউনিয়নের সিংহরা বৈদ্যের বাড়ির মৃত যতীন্দ্র নাথের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আশীষ নাথ (৪৭) ও অপরজন হলেন বরুমছড়া ইউনিয়নের আব্দুলহর বাড়ির মৃত বাদশা মিয়ার ছেলে দেলোয়ার হোসেন প্রকাশ এলো হোসেন (৫০)।
গ্রেফতারকৃত আশীষ নাথ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় প্রকাশ্যে ইয়াবা গনণার ছবি ভাইরাল হয়। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এলাকাবাসীরা তার অত্যাচারে অতিষ্ঠ ছিল বলে জানান আনোয়ারা থানা পুলিশ।
আনোয়ারা থানার সেকেন্ড অফিসার এস আই মো: জয়নাল জানান, আনোয়ারা থানা এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ারা থানার মামলা নং-০৬, তারিখ: ০৭ অক্টোবর ২০১৪ খ্রিঃ, ধারা- ১৫৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩১৪/৩৯৫/ ৩০৭/৩৬৫/৩৮৫/৩৪ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩/৪ The Explosive Substances Act 1908 এর আনোয়ারা থানার মামলা নম্বর: ২২, তারিখ: ২৪ অক্টোবর,২০২৪ ধারা: ৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩ ৭৯/৫০৬(২) পেনাল কোড ১৮৬০ এর গ্রেফতারকৃত আসামী দেলোয়ার হোসেন প্রঃ এলো হোসেন (৫০), পিতা- মৃত বাদশা মিয়া, মাতা- মৃত মাছুমা খাতুন, সাং- বরুমছড়া (আব্দুল্লাহর বাড়ী), ৭নং ওয়ার্ড, ৫নং বরুমছড়া ইউপি, ডাকঘর- বরুমছড়া, থানা- আনোয়ারা, জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
Discussion about this post