আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি –
আবহমানকাল থেকে হিন্দুধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব বিপুল উৎসাহ, উদ্দীপনা ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে। ধর্ম যার যার, উৎসব সবার। দূর্গা পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক উৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসব পালন করে আসছে। তাই এই উৎসব সার্বজনীন। বিএনপির প্রতিটি নেতাকর্মী মন্ডপে মন্ডপে
সুরক্ষা ও নিরাপত্তা বিধানে কাজ করছেন। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব। দক্ষিণজেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়া, পটিয়া সহ বিভিন্ন উপজেলায় শারদীয় দুর্গোৎসব এর উপহার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি শফিউল আলম জকু উপরোক্ত কথাগুলো বলেন। এতে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা পরিষদের সভাপতি সন্তোষ রঞ্জন দাশগুপ্ত। গতকাল দক্ষিণ শোলকাটা সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি পরিমল সিকদার’র সভাপতিত্বে ও দক্ষিণ জেলা পূজা পরিষদের সাবেক অর্থ
সম্পাদক পরিমল দত্তের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি সেলিম উল্লাহ খান। মহান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নঈম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন তাপস কুমার দেব, পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাধাই চন্দ্র নাথ, সঙ্গীতশিল্পী সমীরন পাল, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম খোকা, ভারপ্রাপ্ত সদস্য সচিব আতিকুর রহমান আতিক, সাইফুল ইসলাম সাবলু, হেলাল উদ্দিন, মোঃ ইকবাল, সোহেল আলী, মোঃ ফরহাদ, আবদুর রহিম, কায়ছার, শাহজাহান, মোঃ এমদাদ, রতন বিশ্বাস,সাতকানিয়া উপজেলা পূজা পরিষদ নেতা হারাধন দাশ, যাদব সর্দার, উজ্জ্বল ভট্টাচার্য্য, জুয়েল দাশ প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশের সময় – ১০.১৪ এএম, ১৩ অক্টোবর ২৪
Discussion about this post