আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা –
আনোয়ারা উপজেলায় হাসিনা সরকারের পতনের পর স্থবির হয়ে পড়া পরিষদের কাজে গতি ফেরাতে হাইলধর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াস খোকনকে প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন।
এবিষয়ে ইলিয়াস খোকন বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর দীর্ঘদিন ধরে চেয়ারম্যান অনুপস্থিত থাকায় পরিষদের সেবা নিতে ভোগান্তির শিকার হতে হচ্ছিলো গ্রাহকদের। আমি প্যানেল চেয়ারম্যান হওয়ার পর থেকে পরিষদের নিয়মিত সময় দিচ্ছি। জনগণ নির্বিঘ্নে পরিষদ থেকে তাদের প্রাপ্প সেবা পাচ্ছেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, “চেয়ারম্যান না থাকায় বটতলী, জুঁইদণ্ডি এবং হাইলধরে প্যানেল চেয়ারম্যানরা দায়িত্ব পালন করছেন”
অধি/আরডি
Discussion about this post