আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি –
বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এর সভাপতি ও সুপ্রিম কোর্টের জৈষ্ঠ্য আইনজীবী এ্যাড. রবীন্দ্র ঘোষ আনোয়ারার বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের বিষয়ের ঘটনা সমূহ সরেজমিনে পরিদর্শন ও প্রশাসনের বিভিন্ন ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছেন।
আজ শনিবার (১৪ সেপ্টেম্বর ) দুপুরে আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি উপজেলার চাতরী ইউনিয়ন এর কৈনপুরা গ্রামের মজুমদার পাড়ার সুমন চৌধুরী ও বাবুল দাশের সাথে জমিজমা নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের জন্য তাদের সাথে বৈঠক করেন। তিনি এসময় উভয়কে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেন।
এসময় জৈষ্ঠ্য এই আইনজীবী বলেন, আইন কখনো নিজের হাতে তুলে নিয়ে নিজের শক্তি প্রদর্শন করে মানবাধিকার লঙ্ঘন করা যাবেনা। মানবাধিকার সবার জন্য সমান। এখানে ধনী গরীব এর কোন ভেদাভেদ থাকতে পারেনা। সবাই বাংলাদেশের আইন অনুযায়ী সমান অধিকার ভোগ করবে।
এর আগে সকালে তিনি চট্টগ্রামে নবনিযুক্ত জেলা প্রশাসক ফরিদা খানম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন আনোয়ারা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সাংবাদিক রুপন দত্ত, মানবাধিকার কর্মী মাইনরিটি ওয়াচ এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুপন সিকদার, সূর্য সিংহ,হেমন্ত জলদাস সহ আরো অনেকে।
Discussion about this post