রুপন দত্ত – আনোয়ারা ( চট্টগ্রাম )
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সেনাবাহিনী এবং এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে গেছে সহিংসতার উদ্দেশ্যে আসা অস্ত্রধারী দূর্বৃত্তরা। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
সোমবার (১২ আগষ্ট) দিবাগত রাত আনুমানিক পৌণ দুইটার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের পূর্ব সিংহরা ও পশ্চিম কন্যারা এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী যুবক ইমন দত্ত লাদেন জানান, রাতে আমরা সোয়া পুকুর পাড়ের পাশে বসা ছিলাম এমন সময় হাইসটি এসে ঘুরে যেতে চাইলে আমরা তাদের পরিচয় জিজ্ঞেস করি এসময় তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে সেনাবাহিনীকে খবর দিলে দূর্বৃত্তরা ফায়ার করে পালিয়ে যায়। গাড়ির জানালা দিয়ে ফায়ার করার সময় স্থানীয়দের লাটির আঘাতে একজনের হাত থেকে একটা অস্ত্র পড়ে যায়। পরবর্তীতে অস্ত্রটি সেনাবাহিনীকে হস্তান্তর করা হয়।
আনোয়ারায় দায়িত্বরত সেনাবাহিনী জানায়, রাত ২টা ৩১ মিনিটে খবর পেয়ে ২টা ৪০ মিনিটে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে। এমন সময় এলাকাবাসী এবং সেনাবাহিনীর ধাওয়া খেয়ে দূর্বৃত্তরা ফায়ার করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের লাটির আঘাতে একটা লোকাল শর্ট গান ও একটি বিদেশি গুলি পড়ে যায়।
এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, “এবিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নাই”।
Discussion about this post