রুপন দত্ত – আনোয়ারা, চট্টগ্রাম :
দীর্ঘ ৭ দিন কর্মবিরতি শেষে আনুষ্ঠানিক ভাবে কাজে ফিরেছে চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশ।
সোমবার(১২ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে পুলিশের এ কার্যক্রম শুরু হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন বলেন, পুরোপুরি ভাবে নতুন করে থানার কার্যক্রম চালু করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। আমরা ছাত্রজনতার সহযোগিতায় গণমাধ্যমসহ সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে যতটা দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসব।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরআগে আন্দোলনকে ঘিরে দেশে অরাজক পরিস্থিতির মধ্যে অনেক পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্য নিহত হন। আহত হয়েছেন কয়েক হাজার সদস্য। ওই দিন বিকেলের পর থেকে দেশের বেশির ভাগ থানার পুলিশসহ বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা কর্মবিরতিতে চলে যান। গত বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দিয়েছিলেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
Discussion about this post