মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাংগালা গ্রামের মৃত মোঃ মোজাম্মেল হক চুন্নুর মেয়ে বিলকিস আক্তার ( ৩৫ ) নামের এক গৃহবধু গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। বিলকিস আক্তার একই গ্রামের আলীম প্রধানের স্ত্রী ।
জানা যায়, রবিবার ( ২৪ অক্টোবর ) বিলকিস আক্তার গ্যাস ট্যাবলেট খায়। পরে বিলকিস আক্তার কে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়।
নিহতের বড় ভাই জুলহাস মিয়া বলেন আমার বোনের মৃত্যু কিভাবে হলো সেটা আমি বা আমার পরিবারের কেউ জানেনা। এব্যাপারে আমাদের কোনো অভিযোগও নেই।
ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: বিপুল বালৈ বলেন আজ দুপুরে রোগীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করে। বিকেল চারটার দিকে সে মারা যায়।
এ বিষয়ে ঘিওর থানার ওসি তদন্ত মোহাম্মদ মহব্বত খান জানান, কোনো অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলার রুজু প্রক্রিয়াধীন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Discussion about this post