রুপন দত্ত – আনোয়ারা, চট্টগ্রাম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাংলাদেশ কৃষক লীগ আনোয়ারা উপজেলা শাখা (আংশিক) কমিটি অনুমোদন হয়েছে। কমিটিতে নুরুল আনোয়ারকে সভাপতি এবং সাগর মিত্রকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
সোমবার (২৯ মে) দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি মো. আতিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. মুজিবুর রহমান চৌধুরী, সহ-সভাপতি সফিউল কালাম চৌধুরী, নুরুজ্জামান মেম্বার, মোঃ আবু তাহের, মোঃ শামসুল আলম পাবন, নুর মোহাম্মদ মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম মনি, মোজাফ্ফর আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল মুনসুর সেলিম, মোঃ আহমদুল্লাহ চৌধুরী, মো. রায়হান তালুকদার, দপ্তর সম্পাদক কফিল উদ্দিন,তথ্য ও গবেষনা সম্পাদক বাবু গৌতম পাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আকতারুজ্জামান, ভূমি বিষয়ক সম্পাদক সজিব বড়ুয়া।
বিজ্ঞপ্তিতে আগামী ৬০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আলাপ-আলোচনা করে ইউনিয়ন ও ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
Discussion about this post