ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালীপাড়া প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গণে তামিম ট্রান্সপোট একাদশ বনাম রিয়ান একাদশের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার ২২ (অক্টোবর ) -২০২১ খ্রীস্টাব্দ কাওয়ালীপাড়া প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গণে তামিম ট্রান্সপোট একাদশ বনাম রিয়ান একাদশের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
প্রথমার্ধের খেলা শুরু হওয়ার ২২ মিনিটের মধ্যে রিয়ান একাদশের পক্ষে গোল করেন ১০ নম্বর জার্সি পরিহিত মোস্তাফিজুর রহমান রাব্বি । দ্বিতীয়ার্ধের ৫ মিনিটে তামিম ট্রান্সপোট একাদশের পক্ষে গোল করে সমতা আনেন ০৬ নম্বর জার্সি পরিহিত রাফিন আহমেদ গনি ।পরে পাল্টা পাল্টি আক্রমনের মধ্যে চলতে থাকে খেলটি ,৬০ মিনিটের মাথায় তামিম ট্রান্সপোট একাদশের ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লাল কার্ড খেলে ১০জন খেলোয়ারে পরিনত হয় দলটি । পরে নির্ধারিত সময়ে মধ্যে আর কোন দল গোলের দেখা পাননি , পরবর্তীতে খেলাটি ট্রাইবেকারে চলে যায় । ট্রাইবেকারে (১+২=১+৪) ৩-৫ গোলে তামিম ট্রান্সপোট একাদশ বিজয়ী হয় ।
খেলাটি পরিচালনা করেন মোঃ রাসেল মাহমুদ (বাফুফে)প্রধান রেফারি ধামরাই ঢাকা , সহকারী রেফারি মোঃ সাজ্জাদ হোসেন রিয়াজ (বাফুফে) ও মোঃ আলী হোসেন (বাফুফে) । ৪৫ মিনিট করে ৯০ মিনিট খেলাটি অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় ধারাভাষ্য বর্ণনা করেন সুনামধন্যে মোঃ আমিরুল ইসলাম , মোঃ শামীম আশরাফ ও মোঃ আব্দুল্লাহ ।
এতে ৩-৫ গোলে তামিম ট্রান্সপোট একাদশ বিজয়ী হয় । বিজয়ী দলকে ২২ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার ও রানার্স আপকে স্মার্টফোন পুরস্কার দেয়া হয়।
সাটুরিয়া আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কাওয়ালীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি , শাহজাহান বি.এস.সি এর সভাপতিত্বে কাওয়ালীপাড়া ন্যাশনাল ক্লাব ফুটবল টুর্নামেন্ট -২০২১ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে খেলার সৌন্দর্য বৃদ্ধি করেছেন গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মোল্লা । উক্ত খেলার উদ্বোধক , ইঞ্জিনিয়ার আবুল বাশার , গণপূর্ত বিভাগ । সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন রাসেল মোল্লা , পুলিশ পরিদর্শক ইনচার্জ ,কাউয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্র,ধামরাই,ঢাকা ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন ” অলস মস্তিষ্ক শয়তানের কারখানা ” । ছেলে মেয়েদেরকে সব ধরনের কায়িক পরিশ্রম হয় এমন খেলায় ফিরিয়ে আনতে হবে তাতে সমাজ থেকে সবধরনের মাদক, অপরাধ রোধ করা সম্ভব। আমাদেরকে খেলোয়ার ভাড়া করে খেলায় জিততে হবে এ যায়গা থেকে বেরিয়ে আসতে হবে। ভাড়ার টাকা দিয়ে নিজেদের মাঠে নিজেদের ছেলে মেয়েদেরকে খেলোয়ার তৈরি করতে হবে। খেলার মধ্যে দিয়ে পরিচিত হওয়ার বিশাল সুযোগ। আসুন যুবকদেরকে সঠিক পথে পরিচালনা করি। যোবকদের ভবিষ্যৎ গড়ার পথ সুগম করে দেই।
এ’সময় আরো উপস্থিত ছিলেন , কাওয়ালীপাড়া বাজার বনিক সমিতির সভাপতি, কফিল উদ্দিন মাস্টার , বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আসাদুজ্জামান নুর ,৩নং ওয়ার্ড আওয়ামীলীগর সাধারন সম্পাদক, মাসুদ পারভেজ ,ছাএলীগ নেতা রজ্জব আলী ,একতা হাসপাতাল মালিক সিহাব উদ্দিন , কাওয়ালীপাড়া ন্যাশনাল ক্লাবের সভাপতি, আব্দুর রহমান টিপু , সাধারন সম্পাদক ফয়সাল হোসেন , সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ক্লাবের সকল সদস্যবৃন্ধ্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দুই দলের কর্মাকর্তা,কলাকুশলী, খেলোয়াড় ও অন্যান্যরা ।
অধিকার/রুডি
Discussion about this post