রুপন দত্ত – আনোয়ারা, চট্টগ্রাম –
আনোয়ারায় এক এসএসসি পরীক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ। ঘটনায় কনের মাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৯ জুন) সদর ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৬ বছর বয়সি এক এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে একই উপজেলার এক তরুণের বিয়ে ঠিক হয়েছিল। বর-কনের উভয় পক্ষের সম্মতিতে রবিবার দুপুরে বিবাহ সম্পন্ন করার দিন ধার্য করা হয়। সে অনুয়ায়ী কনে পক্ষ বিয়ের আয়োজন করেন।
খবর পেয়ে বিকেলে উপজেলা প্রশাসন ঐ কমিউনিটি সেন্টারে উপস্থিত হয়ে বিয়েটি বন্ধ করে দেন। তবে ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে বর ও কনে পালিয়ে যায়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ জানান, একটি কমিউনিটি সেন্টারে এসএসসি পরীক্ষার্থীর বাল্য বিবাহের খবর পেয়ে গিয়ে বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে বর-কনে পালিয়ে যায়। এ সময় বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ অনুয়ায়ী কনের মাতাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।বাল্যবিবাহ দেশ ও জাতির জন্য অভিশাপ। সুতরাং বাল্যবিবাহ নিরোধকল্পে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Discussion about this post