চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা তরনীসেন মিত্রের মৃত্যু হয়েছে।
শনিবার ( ২৩ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বোয়ালগাঁও গ্রামের নিজ বাসভবনে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
বিকেলে আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ মান্নান, বিশিষ্ট সমাজসেবক বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নেতৃবৃন্দরা তার মরদেহে পুষ্পমালা অর্পন করেন।
এসময় প্রয়াত বীর মুক্তিযোদ্ধার কফিন জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদন করে গার্ড অব অনার এর মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
প্রয়াত মুক্তিযোদ্ধার মৃত্যুতে আনোয়ারার সাংসদ,ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেন।
অধিকার / রুডি
Discussion about this post