রুপন দত্ত – আনোয়ারা, চট্টগ্রাম –
আনোয়ারা উপজেলা ইউনিটের জিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার প্রদান ও শিশু উৎসব আজ শুক্রবার (৭ জুন) বিকেল ৩টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন।
জিনিয়াস চেয়ারম্যান এম আর আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল্লাহ আল মামুন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সানাউল্লাহ কাউছার, জিনিয়াস ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্র সহ বরেণ্য শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।
অনুুষ্ঠানে কে জি শ্রেণি হতে অষ্টম শ্রেণির ২৩৫ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের যথাসময়ে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণের আহ্বান জানিয়েছেন জিনিয়াস পরিচালক সরোজ আহমেদ।
Discussion about this post