রুপন দত্ত – আনোয়ারা, চট্টগ্রাম –
আনোয়ারা উপজেলা পরিষদের নবনির্বাচিত কাজী মোজাম্মেল হকের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তত ডজনখানেক ভুয়া আইডি ছড়িয়ে পড়েছে। তার নাম ও ছবি ব্যবহার করে খোলা এসব আইডি থেকে নিয়মিতভাবে বিভিন্ন পোস্ট ও আপডেট দেওয়া হচ্ছে। যার কোনটিই তার নিজের নয় দাবি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সাধারণ ডায়েরি করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান।
গত ২৯ মে অনুষ্ঠিত নির্বাচনে কাজী মোজাম্মেল হক বিপুল ভোটে আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে তার ছবি ও নাম ব্যবহার করে , কিংবা সমর্থক গোষ্ঠী পরিচয় দিয়ে বহু আইডি ফেসবুকে ছড়িয়ে পড়ে। বাস্তবে ফেসবুক বা কোন কোন সামাজিক মাধ্যমে তার কোন আইডি ও পেইজ নাই।
সাধারণ ডায়েরিতে কাজী মোজাম্মেল হক অভিযোগ করেন, এসব ভুয়া ফেসবুক আইডি ও পেইজের মাধ্যমে যেকোন সময় বিভ্রান্তিকর তথ্য ছড়াতে পারে। যা সাধারণ মানুষ ও কর্মী সমর্থকদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করতে পারে। তাই ভুয়া এসব ফেসবুক আইডির বিষয়ে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহবান জানান। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রশাসনের কাছে অনুরোধ জানান।
Discussion about this post