রুপন দত্ত – আনোয়ারা, চট্টগ্রাম –
আওয়ামীলীগ নেতা, সাবেক প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আনোয়ারা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক।
শুক্রবার (৩১ মে) বিকেলে চট্টগ্রাম নগরের চন্দনপুরাস্থ কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের পর তিনি বলেন, আনোয়ারাবাসী জিম্মিদশা থেকে মুক্তির জন্য গণরায় দিয়েছে। ভোট শেষ, এখন প্রমাণ করার পালা। আগামী ৫ বছর মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার যে কমিটমেন্ট সেই ধারাবাহিকতায় স্মার্ট আনোয়ারা বানাতে চাই। তিনি আনোয়ারার উন্নয়নে সময়োচিত নানা পদক্ষেপের জন্য অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানকে ধন্যবাদ জানান।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ ইদ্রীস, সাবেক চেয়ারম্যান আবদুল গাফফার চৌধুরী, ইয়াছিন হিরু, আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন সুজন, মঈন উদ্দীন খান পিন্টু, এড. কামনুল আলম, আবদুল মাবুদ চৌধুরী মোহন, মো. নুরুল আনোয়ার, যুবনেতা ও ব্যবসায়ী মোজাম্মেল হক, সাবেক ছাত্রনেতা জিয়া উদ্দীন, আবু তাহের সহ আরো অনেকে।
Discussion about this post