রুপন দত্ত – আনোয়ারা, চট্টগ্রাম –
গত ২৯ মে অনুষ্ঠিত হয়ে যাওয়া আনোয়ারা উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিজ নিজ ভোট কেন্দ্রের ৮ টিতেই হেরে গেছেন সাবেক ভূমিমন্ত্রী ও বর্তমান সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সমর্থিত দোয়াত কলমের প্রার্থী দুইবারের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। আর জয় পেয়েছেন ৩ টি কেন্দ্রে। আনোয়ারা উপজেলার ১১ ইউপি চেয়ারম্যান এর সবাই জাবেদের অনুসারী।
হেরে যাওয়া কেন্দ্র গুলো হলো ১নং -বৈরাগ ইউনিয়নের নওয়াব আলীর গুয়াপঙ্চক উচ্চ বিদ্যালয়,যেখানে আনারস পেয়েছে ৭৪৫ আর দোয়াত কলম ৪২৩ এই কেন্দ্রে হেরেছে ৩২২ ভোটে। ২নং বারশত ইউনিয়নের কাইয়ুম শাহ এর দুধকুমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনারস ১৩৫০ দোয়াতকলম ৬৬১হেরেছে ৬৮৯ ভোটে। ৩নং রায়পুরে আমিন শরীফ এর দক্ষিন গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়,আনারস ৯৭১ দোয়াত কলম ৮৫৬,হেরেছে ১১৫ ভোটে।
৪ নং বটতলী এম এ মান্নান এর ( প্রার্থী হওয়ার আগে তিনি পদত্যাগ করেন) পূর্ব বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় আনারস
১১৮৫ দোয়াত কলম ৩৯৪,হেরেছে ৭৯১ ভোটে,
৭ নং আনোয়ারা সদর অসীম কুমার দেব এর আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আনারস ৫৮২ দোয়াত কলম ৪৪২,হেরেছে ১৪০ ভোটে, ৮নং চাতরী আফতাব উদ্দিন চৌধুরী সোহেল এর চাতরী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আনারস ২০৫০ দোয়াত কলম ৯৬০ হেরেছে ১০৯০ ভোটে,১০ নং হাইলধর কলিম উদ্দিন এর ইছাখালী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস ৪৬৬ দোয়াত কলম ৪০৭ হেরেছে ৫৯ ভোটে,
১১ নং জুইদন্ডী মো; ইদ্রিস এর জে কে এস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আনারস ১০৪০ দোয়াত কলম ৪৭৪ হেরেছে ৫৬৬ ভোটে। আর জয়ী হওয়া কেন্দ্র গুলো হলো ৫নং বরুমছড়া বীর মুক্তিযোদ্ধ শামসুল ইসলাম চৌধুরী এর কেন্দ্রে আনারস ৪০৫ দোয়াত কলম ১৪৮৩ জয়ের ব্যাবধান ১০৭৮ ভোট, ৬ নং বারখাইন হাসনাইন শাকিল এর শিলাইগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দোয়াত কলম ৬৮৫ আনারস ৬৩০ জয়ের ব্যাবধান ৫৫ ভোট,৯ নং পরৈকোরা আজিজুল হক বাবুল এর মাহাতা পাটনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আনারস ৪৮৯ দোয়াত কলম ৫৪৭, জয়ের ব্যবধান ৫৮ ভোট।
Discussion about this post