মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম)
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ রাকিবুজ্জামান (রেনু)।
এতে মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৮০৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু আহমেদ চৌধুরী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২২০৭৪ ভোট। আনারস প্রতীকে আহম্মদ হোসেন পেয়েছেন ৪০২ ভোট এবং ভোটের মাঠ থেকে সরে যাওয়ার ঘোষণায় ‘কাগুজে’ প্রার্থী মোহাম্মদ আরিফুল ইসলাম খোকন দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৯৭ ভোট।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে টানা তৃতীয় বার নির্বাচিত হয়েছেন বৈদ্যুতিক বাল্ব প্রতীকের প্রার্থী মৌঃ মোঃ সোলাইমান। তিনি পেয়েছেন ৪৪৭১৩ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রুপম দেব উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ৮২১৯ ভোট। অপর প্রার্থী মোহাম্মদ একরামুল হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৬৫৩০ ভোট।
অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খালেদা আক্তার চৌধুরী। চন্দনাইশ উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৯১ হাজার ৬ শত ৭ জন। তার মধ্যে চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ছিলো ৬১ হাজার ৯২১ টি। এর মধ্যে বাতিল হয়েছে ১২০৯ টি ভোট। এই পদে প্রদত্ত বৈধ ভোট ৬০ হাজার ৭১২টি। যার শতকরা হার- ৩১.৬৮%।অপরদিকে ভাইস-চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ছিলো ৬১ হাজার ৬২১ টি। এরমধ্যে বাতিল হয়েছে ২১৫৯টি। এই পদে প্রদত্ত বৈধ ভোট ৫৯ হাজার ৪৬২টি। যার শতকরা হার- ৩১.০৩%।
Discussion about this post