রুপন দত্ত – আনোয়ারা, চট্টগ্রাম –
নির্বাচন কমিশনের ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ২৯ মে বুধবার অনুষ্ঠিত হবে আনোয়ারা উপজেলা পরিষদের নির্বাচন। তারই ধারাবাহিকতায় গতকাল শেষ হয়ে গেল প্রার্থীদের প্রচার প্রচারণা।কিন্তু যেভাবে শেষ দিনে প্রার্থীরা জমজমাট ও আকর্ষনীয় ভাবে তাদের নিজ নিজ প্রচারণা শেষ করেন এবার তা হলোনা বৈরী আবহাওয়ার কারনে।উপজেলায় সারাদিন ছিল মুষলধারে বৃষ্টি। তাই শেষদিনে দেখা গেলোনা জমজমাট প্রচারণার কোন দৃশ্য।একপ্রকার নিরবে কেটে গেল প্রার্থীদের শেষ দিনের প্রচারণা। বৈরী আবহাওয়ায় উপজেলার কোথাও নেই কোন প্রার্থীর পোষ্টার। দুই এক জায়গায় কয়েকটি ব্যানার দেখা গেলেও নেই কোন পোস্টার। সবি ভিজে গেছে বৃষ্টিতে আর দৃশ্যমান নেই কোন প্রার্থীর একটি পোষ্টারও।
রাত পোহালেই উপজেলার ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন আগামী ৫ বছরের জন্য। এবার চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী থাকলেও এম এ মান্নান ভোট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন, ব্যালেটে তার প্রতীক থাকলেও এখন মূলতঃ ভোট হবে গত দুই বারের উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর দোয়াত কলম ও কাজী মোজাম্মেল এর আনারস প্রতীকের মধ্যে। ভাইস চেয়ারম্যান পদে আছেন ছয়জন, তারা হলেন তালা প্রতীকের সুগ্রীব কুমার মজুমদার, বই প্রতীকের ডাক্তার সন্তোষ কুমার দে, চশমা প্রতীকের এম এ মান্নান ( মান্না), টিউবওয়েল প্রতীকের মো: সালাউদ্দিন সারো, মাইক প্রতীকের প্রদীপ দত্ত, টিয়া পাখি প্রতীকের আবু জাফর,মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন গত দুই বারের মহিলা ভাইস চেয়ারম্যান ফুটবল প্রতীকের মরিয়ম বেগম, কলসী প্রতীকের পারভীন হাবিব ও হাঁস প্রতীকের এ্যাডভোকেট চুমকি চৌধুরী।
Discussion about this post