রুপন দত্ত – আনোয়ারা, চট্টগ্রাম –
আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচন।আর এই নির্বাচনে এখন মুলত প্রতিদ্বন্দ্বী আছে দুজন। একজন গত দুই বারের উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী আর অন্যজন কাজী মোজাম্মেল হক।
তৌহিদ সাবেক ভূমিমন্ত্রী ও সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও মোজাম্মেল অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এর অনুসারী। তৌহিদ গত দুই বারের উপজেলা চেয়ারম্যান ছিলেন,গতবার তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেও এবার তাকে দিতে হবে শক্ত পরীক্ষা। এতোদিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী জাবেদের প্রার্থী থাকলেও রহস্যময় কারনে তাকে নির্বাচন থেকে সরে আসতে হয়েছে। মুলত উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত থাকলেও এখন তারা সবাই এক হয়ে তৌহিদের পক্ষে কাজ করছে।
অন্য দিকে কাজী মোজাম্মেল এর পক্ষে কাজ করছে দীর্ঘ সময় ধরে আনোয়ারার রাজনীতি হতে একপ্রকার বিতাড়িত ত্যাগী নেতাকর্মীরা।তাদের দলও বর্তমানে খুবই শক্তিশালী।
তারা তাদের নিজনিজ ফোরামের প্রার্থীকে জয়ী করার জন্য জান বাজি রেখে কাজ করে যাচ্ছে। এখন দেখার বিষয় তৌহিদুল হক চৌধুরী কি জয়ী হয়ে হ্যাটট্রিক করতে পারবে নাকি কাজী মোজাম্মেল জয়ী হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করে অভিষেক হবে। সেটি দেখার জন্য আগামী ২৯ তারিখ রাত পর্যন্ত আনোশারা বাসীকে অপেক্ষা করতে হচ্ছে।
Discussion about this post