রুপন দত্ত – আনোয়ারা চট্টগ্রাম
নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারণার চেয়ে আওয়ামী লীগের একসময়কার প্রভাবশালী প্রয়াত নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু ও আতাউর রহমান খান কায়সার এর দুই পরিবারের ক্ষমতা ধরে রাখার প্রতিযোগিতা বেড়েই চলছে।
ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতা, বর্তমান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান একক ভাবে সমর্থন দিয়েছেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হককে। অর্থ প্রতিমন্ত্রীর একক প্রার্থী থাকলেও বাবু পরিবার সমর্থিত দুই প্রার্থী হওয়ায় অনেকটা এই পরিবার থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে এই দুই প্রার্থীকে নিয়ে আনোয়ারার বাবু পরিবারের নেতাকর্মীদের সমন্বয় করার উদ্যোগ নেন সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এনিয়ে গত ২০ মে সন্ধ্যায় সাইফুজ্জামান চৌধুরীর সার্সন রোডস্থ বাসভবনে বর্তমান চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মান্নান চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা করেন। সেখানে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে তৌহিদুল হক চৌধুরীকে নতুন করে সমর্থন দেন।
সেখানে উপস্থিত ছিলেন বর্তমান চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও আরেক প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী। এসময় মান্নান চৌধুরীসহ সকলকে নেতাকর্মীদের সমন্বয় করে তৌহিদুল হক চৌধুরীকে সমর্থন দিতে বলেন। তৌহিদুল হক চৌধুরীকে বিজয় করতে এক যোগে সবাইকে কাজ করতে নির্দেশনা দেন সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
এদিকে ২০ মে রাতে জাবেদের চূড়ান্ত নির্দেশনা শোনার জন্য সন্ধ্যা থেকে বাসবভনে কয়েকশ নেতাকর্মী জড়ো হন। ঘোষণার পর পর নেতাকর্মীরা সাবেক এই মন্ত্রী জাবেদকে উনার প্রার্থীর জন্য এক সাথে কাজ করার আশ্বাস দেন। উনার সিন্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানান নেতাকর্মীরা
Discussion about this post