আনোয়ারা প্রতিনিধি-
১৮ মে শনিবার যাত্রা শুরু করলো পাইওনিয়ার ডিজিটাল ডেন্টাল লার্নিং সেন্টার (PDDLC)। BMDC এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটি র সকল নিয়ম মেনে চলা এই প্রতিষ্টান টির মেন্টর ডা. আহসানউদ্দিন আহমদ চৌধুরী (বিডিএস, এমপিএইচ)।
এ বিষয় ডা. আহসান বলেন, বিডিএস ডাক্তার দের ডিজিটাল ডেন্টাল হ্যান্ডস অন ট্রেনিং এবং সার্টিফিকেট দিবে পাইওনিয়ার ডিজিটাল ডেন্টাল লার্নিং সেন্টার। আমাদের আর কোনো শাখা নেই। কেউ যদি আমাদের প্রতিষ্টান এর নাম অপব্যবহার করে অসদুপায় অবলম্বন করে তাহলে সেটার দায়ভার আমরা গ্রহণ করবোনা এবং অপব্যবহার কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
Discussion about this post