রুপন দত্ত ( আনোয়ারা ) চট্টগ্রাম
চট্টগ্রামের আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ মে ) দুপুরে এডভোকেট আব্দুল জলিল স্মৃতি মিলনায়তন এ অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা শিক্ষা অফিসার আবদুর রহমান ভূইয়া ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- সহকারী উপজেলা শিক্ষা অফিসার সানাউল্লাহ কাউছার, এসো শিখি প্রকল্পের কো-অর্ডিনেটর রাসেল মিয়া, আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি রুপন দত্ত, পরিচালনা পর্ষদের সদস্য অসীম কান্তি বড়ুয়া,পিটিএ সভাপতি এনামুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বৈশাখী দত্ত ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে.এম. ছরোয়ার হোছাইন।অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক জনাব উম্মে হাবীবুন্নেছা রুনা ও সহকারী শিক্ষক জনাব সোমা গুহ।
অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
Discussion about this post