রুপন দত্ত –
আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেছেন,এখানে কেউ মন্ত্রীর আর কেউ এমপির প্রার্থী, কিন্তু আমি জনগণের প্রার্থী। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে আনোয়ারায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
সোমবার (১৩ মে ) সন্ধ্যা ৭ টায় কালা বিবি দিঘির মোড়ে তার নির্বচনী অফিসে এই মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদুল হক চৌধুরী বলেন,আগামীদিনে আল্লাহ যদি আমাকে আবারো নির্বাচিত করে জনগণকে সমন্বয় করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে চায়।যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে অতীতের মত কাজ করবো।যতদিন বেঁচে আছি আনোয়ারার মানুষের সেবা করে যাবো। তিনি দোয়াত কলম প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এর আগে মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তৌহিদুল হক চৌধুরী। তিনি নির্বাচন সুষ্ঠু ও অবাধ পরিবেশ সৃষ্টি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
Discussion about this post