রুপন দত্ত –চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জনসাধারণের চলাচলের রাস্তায় বিঘ্ন সৃষ্টি করে শোডাউন ও মিছিল করায় দুই চেয়ারম্যান পদপ্রার্থীকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ মে) বিকেলে চট্টগ্রাম জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা) মাজহারুল ইসলাম চৌধুরী এসব জরিমানা প্রদান করেন।
জরিমানা আদায়কৃত প্রার্থীরা হলেন, মোটরসাইকেল প্রতীকের অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও আনারস প্রতীকের কাজী মোজাম্মেল হক।
জানা যায়, প্রতীক বরাদ্দের পর এদিন বিকেলে উপজেলার চাতরী চৌমুহনী থেকে কালাবিবির দিঘির মোড় পর্যন্ত অনুমতি ছাড়া শোডাউন এবং মিছিল করে দুই প্রার্থীর কর্মী সমর্থকেরা। যা নির্বাচনী আচরণ বিধির খেলাপ।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে মিছিল এবং শোডাউন করায় দুই চেয়ারম্যান পদপ্রার্থী মোটরসাইকেল প্রতীকের অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও আনারস প্রতীকের কাজী মোজাম্মেল হককে ১০হাজার টাকা করে ২০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
Discussion about this post