রুপন দত্ত –আসন্ন আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস- চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক চুমকী চৌধুরী (অ্যাডভোকেট)। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন তিনি। এজন্য নিজ দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটারদের কাছে চাইছেন দোয়া ও আর্শিবাদ।
চুমকী চৌধুরী একজন দক্ষ নারী নেত্রী। তিনি বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ছাড়াও আনোয়ারা উপজেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সদস্য।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সাধারণ ভোটারদের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। চুমকী চৌধুরী (অ্যাডভোকেট) একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা মৃত আশীষ চৌধুরী আনোয়ারা ৭নং সদর ইউনিয়ন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ (২০০৪-২০০৭ ইং) এর সভাপতি, আনোয়ারা ৭নং সদর ইউনিয়ন আওয়ামীলীগ (২০০৪-২০০৭ ইং) সহ-সভাপতি ছিলেন।শিক্ষা জীবনে তিনি এলএলবি,এলএলএম করার পরও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনোলজিতে মাস্টার্স সম্পন্ন করেন।
চুমকী চৌধুরী জানান, আমি ও আমার পরিবার দীর্ঘ দিন থেকে এ উপজেলার সাধারণ মানুষের পাশে আছি। তিনি আরও বলেন,আমি নির্বাচিত হলে,সকল নারীদের ন্যায্য অধিকার আদায় ও আনোয়ারা উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার ব্যাপারে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
Discussion about this post