আনোয়ারায় পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ মারা গেছে। মরা মাছ পুকুরের পানিতে ভাসছে। গত সোমবার ( ১৮ই অক্টোবর) দিবাগত রাতে আনোয়ারা উপজেলার বরুমছড়া গ্রামে এ ঘটনা ঘটে। ফলে এলাকার অন্যান্য মাছচাষীদের মাঝে বিষ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা যায়, আনোয়ারা উপজেলার বরুমছড়া গ্রামে পুরাতন থানাদার বাড়ির পুকুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাহ উদ্দিন সুমন মাছ চাষ করে আসছে। দীর্ঘ ৫ বছর ধরে তিনি ওই পুকুরে মাছ চাষ করছে। গত সোমবার দিবাগত গভীর রাতে দুস্কৃতিকারীরা পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ রয়েছে। বিষ প্রয়োগের ফলে মঙ্গলবার সকাল থেকে মরা মাছ পুকুরের পানিতে ভাসতে থাকে। মরা মাছ দেখে লোকেরা হতবাক হয়ে যায়।
সালাহ উদ্দিন সুমন জানায় গত দু’দিন আগেও পুকুরে ২২ হাজার টাকার মাছের পোনা ফেলেছি। পুকুরে বিষ দেয়ায় লক্ষাধিক টাকার মাছ মরে গেছে। কি কারণে বিষ দেয়া হচ্ছে তা বোধ্গম্য নয়।
অধিকার / রুডি
Discussion about this post