রুপন দত্ত –প্রতিটি ঘরে ঘরে শ্রীকৃষ্ণের অমৃত শ্রীমদ্ভগবদগীতার বানী পৌঁছে দিতে বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে আনোয়ারা কঁচিকাচা গোষ্ঠী ক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৭ এপ্রিল ) বিকেলে
সংগঠনের সভাপতি শ্রী উৎপল সেন গুপ্ত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌতম ওয়াদাদার এর সঞ্চালনায় শুরুতেই গীতা পাঠ করেন শ্রী সুভাষ সেন।
সভায় আগামী ১০ মে শুক্রবার সকালে মা ও অবিভাবক সমাবেশ, কঁচিকাচা গোষ্ঠী গীতা শিক্ষা নিকেতন ‘র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন এবং স্বর্ণ মুকুট প্রতিযোগিতায় অংগ্রহনকারিদের মধ্যে পুরুস্কার বিতরণ এবং দুপুরে অন্ন প্রসাদ বিতরণ এর সিধান্ত গৃহীত হয়।
এতে আনোয়ারা শাখার সকল গীতা সারথিরা উপস্থিত ছিলেন।
Discussion about this post