মোহাম্মদ ওমরফারুক- চন্দনাইশ প্রতিনিধি –চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতঘাটিয়া পুকুর পাড় রাউলিবাগ মাজারের উত্তর পাশে সেলিম ভবনে চন্দনাইশ মেটারনিটি জেনারেল হসপিটালে পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।২৫ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪টাই উপজেলার ঐতিহ্যবাহী সাতঘাটিয়া পুকুরপাড় সেলিম ভবনে চন্দনাইশ মেটারনিটি জেনারেল হসপিটাল কনফারেন্স রুমে ব্যবস্থাপনা পরিচালক রনি বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ডাক্তার অভি,ডাক্তার শ্যামল কুমারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,বরকল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ কামাল উদ্দিন হেলাল, বরকল ইউনিয়নের ৫ নং ওয়াড় ইউপি সদস্য ডাক্তার মোহাম্মদ সেলিম, সাংবাদিক মোহাম্মদ ওমরফারুক, ডাক্তার বাবলা, ডাক্তার পুলক দত্ত, ডাক্তার দিলিফ শীল, ডাক্তার বিমল শীল, ডাক্তার সুমন, মোহাম্মদ আরিফ, ডাক্তার নয়ন দাশ, শ্রিকান্ত, ডাক্তার অরুন দাশ, ডাক্তার বাবুন, প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার অভি পল্লী চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, চন্দনাইশের অসহায় ও হতদরিদ্র পরিবারের মানুষ গুলো আর্থিক সংকটের কারণে চট্টগ্রাম শহরসহ বিভিন্ন দূরদূরান্তে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারেনা,তাই প্রান্তিক জনপদের মানুষের কথা বিবেচনা করে চন্দনাইশ মেটারনিটি জেনারেল হসপিটাল নামক সেবামূলক প্রতিষ্ঠানটি করা হয়,আর এখানে এমবিবিএস, এফসিপিএস মেডিসিন,গাইনি, ও চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হবে।এছাড়াও স্বল্প খরচে আধুনিক ও উন্নত কালার এক্সে মেশিনের মাধ্যমে এক্সে রিপোর্ট প্রদান, আল্ট্রাসোনো,রক্তসহ নানাবিধ রোগ নির্ণয় পরীক্ষা-নিরীক্ষা গুলো করাসহ উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হবে,আর পল্লী চিকিৎসকরা যেহেতু প্রতিটি গ্রামে -গঞ্জে, পাড়ায় মহল্লায়, এমনকি বাড়ী-ঘরে গিয়ে সার্বক্ষণিক রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে থাকেন, চন্দনাইশ মেটারনিটি জেনারেল হসপিটাল কতৃপক্ষ রোগীদের জন্যে যেসব চিকিৎসা সুবিধা দিয়ে যাবে সেটি প্রতিটি মানুষের কাছে একমাত্র পল্লী চিকিৎসকরাই পৌঁছিয়ে দিতে পারবেন, তাই চন্দনাইশ মেটারনিটি জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক রনি বড়ুয়ার নির্দেশনা মোতাবেক হসপিটাল কতৃপক্ষের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজকের সভায় উপস্থিত পল্লী চিকিৎসকদের নিয়েই আমাদের মতবিনিময় সভার আয়োজন, সুতরাং এই হসপিটালের সুনাম ও সুবিধা সমূহ প্রতিটি মানুষের কাছে পৌঁছিয়ে দিতে উপস্থিত চিকিৎসকসহ সকলের প্রতি আহ্বান জানান তিনি।
Discussion about this post