চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
প্রথমবারের মতো দেশে তার জন্মদিনকে শেখ রাসেল দিবস হিসেবে উদযাপন করা হয়।
এই উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষক মিলনায়তনে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এর আগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ মধ্যে দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।
‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক স্মরণসভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন।
এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহমদ ছফা, সিনিয়র শিক্ষক মতিউর রহমান, বদিউল আলম, মহিদুল ইসলাম, শেলী দেবী, ইন্দিরা বড়ুয়া,মোঃ আলী আজগর, সজীব কান্তি বিশ্বাস ও শেখ আশরাফ হোসেন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধুর স্মৃতি-বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের ‘বঙ্গবন্ধু ভবনে’ শেখ রাসেল জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু-খুনি-ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে শিশু রাসেলকেও হত্যা করেছিল। মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
অধিকার / রুডি
Discussion about this post