অধিকার ডেক্স-আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আনোয়ারা উপজেলার ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুতি নিচ্ছেন প্রদীপ দত্ত কনক। তিনি এরইমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন চষে বেড়াচ্ছেন। অংশ নিচ্ছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে। পাশাপাশি উপজেলার জনসাধারণের সাথে নির্বাচন কেন্দ্রীক মতবিনিময় শুরু করেছেন। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত ও মাদক বিরোধী তৎপরতা আরো গতিশীল হবে বলে মনে করেন তিনি।প্রদীপ দত্ত কনক রাজনীতির পাশাপাশি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন।তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের নির্বাহী সদস্য, ৬নং বারখাইন ইউনিয়ন এর শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর এর নির্বাহী সদস্য, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লোকনাথ বাবা ( ইসলোক) এর সহ সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রদীপ দত্ত কনক এবিষয়ে বলেন, ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি এবং বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রেখেছি। তারই ধারাবাহিকতায় আনোয়ারা উপজেলার জনগণ আমাকে আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেব নির্বাচিত করবেন বলে আমি আশাবাদী। আমি নির্বাচিত হলে জনগনের জন্য ভাল কিছু করার সুযোগ পাব। জনগন তাকে নির্বাচিত করলে সব সময় মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত রাখার দৃড় প্রত্যয় ব্যাক্ত করেন তিনি ।
Discussion about this post