রুপন দত্ত –চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নুরজাহান বেগম (৬৪) নামের এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) সকালে আনোয়ারা-চন্দনাইশ পিএবি সড়কের আনোয়ারা সরকারি মেডিকেলের সামনে এই সড়ক দূর্ঘটনা ঘটে। এঘটনার পরপরই মেডিকেল মোড়ে স্প্রিট ব্রেকার স্থাপনের দাবিতে সড়ক অবরোধ করে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী মো.আরাফাত জানান, এক বৃদ্ধা মহিলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে রাস্তা পারাপারের সময় কালাবিবির দিঘি থেকে আসা একটি দ্রুতগতির নোহা গাড়ির ধাক্কা লাগে। এসময় পুলিশ এসে গাড়িটিকে থানায় নিয়ে যায় এবং স্থানীয়রা গুরতর আহত অবস্থায় বৃদ্ধা মহিলাটিকে হাসপাতালে নিয়ে যায়।
এসময় অবরোধকারীরা জানান, মেডিকেলের মোড়ে এক্সিডেন্টের স্বীকার হয়ে অনেক মানুষ মারা গেছে, অনেকে পঙ্গু হয়েছে। বার বার এই জায়গায় স্প্রিট ব্রেকার স্থাপনের বিষয়ে বলা হলেও এই জায়গায় স্প্রিট ব্রেকার স্থাপন করা হয়নি। আজ আবারও এক্সিডেন্ট হলো, এর দায় কার!
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুনুর রশিদ বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক নারীকে আনা হয়। আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মাদ জানান, সড়ক অবরোধের কথা শুনে আমরা ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেছি।
Discussion about this post