অধিকার ডেক্স –আনোয়ারা সদরের আচার্য পাড়ায় অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছেন আসন্ন আনোয়ারা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ডাক্তার সন্তোষ কুমার দে।
তিনি গতকাল মঙ্গলবার ( ১৬ এপ্রিল) সন্ধ্যায় অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন এবং তাদের নগদ অর্থ সহায়তা ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপির পক্ষ থেকে নতুন ঘর তৈরিতে সহায়তার আশ্বাস দেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন, শহিদুল ইসলাম, দক্ষিণ জেলা তাঁতি লীগনেতা আজিজুল হক, আওয়ামীলীগ নেতা স্বপন ধর, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ আনোয়ারা উপজেলার সাধারণ সম্পাদক সাগর মিত্র সহ উপজেলার বিভিন্ন ধর্মীয় সংগঠন এর নেতৃবৃন্দ সহ আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Discussion about this post