রুপন দত্ত –চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট ও আনোয়ারা সদরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১৫ই এপ্রিল) দুপুর ১টার দিকে উঠান মাঝির ঘাটের খালেদার বাপের বাসা থেকে এবং সন্ধ্যায় আনোয়ারা সদরের আচার্য্য বাড়ীতে আগুনের সূত্রপাত হয় বলে জানান স্থানীয়রা।
উঠান মাঝির ঘাটে ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে এই ঘাটের প্রায় ৮০টা বাসা এবং ৮টি দোকান পুড়ে গেছে। এঘটনায় জাল, এবং বিভিন্ন মালামালসহ সব মিলিয়ে পৌনে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ৷ অন্যদিকে আনোয়ারা সদরস্থ আচার্য্য বাড়ীতে আগুনে
৩টি অসহায় পরিবার হারিয়ে ফেলেছে তাদের শেষ সম্বল।মুহুর্তেয় ছাই হয়ে গেছে দীর্ঘ ৩০ বছরের ঐতিহ্যবাহী তিনটি ঘর। আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবার হলো ভুবন আচার্য, স্বপন আচার্য, চম্পক আচার্য।
আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্তব্যরত অফিসার তানভীর হোসেন জানান, পৃথক পৃথক সময়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রওনা হয়। ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না।
আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী জানান, আগুনের বিষয়টি খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে পরিষদ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে।
Discussion about this post