অধিকার ডেক্স:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান হাজির পাড়া “খালিদ বিন ওয়ালিদ(রা:) জামে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লীবৃন্দের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।সোমবার (৮ এপ্রিল) ২৮ রমজান বিকাল ৫ ঘটিকার সময় হাফেজ আসহাব উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাইফুল্লাহ চৌধুরী। পরিচালনা কমিটির সেক্রেটারি মোঃ আবদুল বাকী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বিশিষ্ট সমাজসেবক মোঃ দিদারুল আলম (বাবুল)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী এরশাদ উল্লাহ( আল-বারী)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি ও এম এইচ নুরুল আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিকী, পরিচালনা কমিটির অর্থ সম্পাদক ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রবিউল হোসেন ইমরান,হাজির পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির অর্থ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন চৌধুরী ও মসজিদের খতিব মাওলানা মোঃ শফিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিবৃন্দ।মাহফিলে বক্তারা বলেন, রহমত-মাগফেরাত, নাজাত ও কোরআন নাজিলের মাস রমজান। সেজন্য এ মাসের গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহ তায়ালা বলেন, রমজান মাসে, কোরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াতস্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে সিয়াম পালন করে। রমজানে রোজা ও ইবাদতে আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহ গুনাহ মাফ করে দেন।
Discussion about this post