রুপন দত্ত –গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি আজ শনিবার (৬ এপ্রিল ) আনোয়ারা- কর্ণফুলী আসছেন।
তিনি আজ সকালে প্রথমে পারকি সমুদ্র সৈকতে হিন্দু ধর্মাবলম্বীদের মহা তীর্থ বারনী স্নান উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরে তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহার খাল ভাঙন ও বেরিবাঁধ পরিদর্শন করবেন।পরে তিনি একই উপজেলার চরপাথর ঘাটার নয়া হাট ব্রীজ পরিদর্শন করবেন।
প্রসঙ্গত, বেগম ওয়াসিকা আয়শা খান এমপি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত আতাউর রহমান খান কায়সারের মেয়ে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত ওয়াসিকা।তিনি ২০১৯ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক হন। এছাড়া তিনি মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।২০২১ সালের জুনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হন। তিনি সংরক্ষিত নারী আসন হতে টানা তিনবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য হিসেবে বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
Discussion about this post