রুপন দত্ত – আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল হক চৌধুরী ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ………..।) গতকাল মঙ্গলবার সকাল আটটায় চট্টগ্রাম শহরের বাসায় তিনি শেষ নি:স্বাশ ত্যাগ করেন। গতকাল আছরের নামাযের পর নামাযে জানাজা শেষে সিংহরা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাযে জানাজার আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা ও গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইশতিয়াক ইমন,আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ। আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর । তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহূ রেখে যান।
Discussion about this post