ডেক্স রিপোর্ট-নতুন প্রজন্মকে মাটি ও শেকড়ের প্রতি যে দায়বদ্ধতা তা জাগিয়ে তুলতে চন্দনাইশ ছাত্র সমিতি চট্টগ্রামের নান্দনিক প্রয়া মানসম্মত শিক্ষার বিকাশ, নিরন্তর জ্ঞান চর্চায় শিক্ষার্থীদের সম্মিলন, মহামনীষীদের স্মরণ সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান, প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে উঠে আসা শিক্ষার্থীদের ভর্তি সহায়তা, অসহায় শীতার্তদের শীতবস্ত্র প্রদান, দরিদ্র পরিবারের শিশুদের ঈদ বস্ত্র প্রদান, মাদক-ধুমপান যৌতক-বাল্যবিবাহ প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান সর্বোপরি একটি সবুজায়িত প্রকৃতি বন্ধব জ্ঞান ও দক্ষতা নির্ভর চন্দনাইশ গড়তে নোমান উল্লাহ বাহারের সৃজনশীলতায় এক ঝাঁক তারুণ্যের প্রয়াসে ২০০৮ সালে ২৮ ফ্রেবুয়ারী চন্দনাইশ ছাত্র সমিতি’র প্রারম্ভ।
সাংগঠনিক গতিশীল প্রবৃদ্ধ লক্ষ্যে ২০২৪-২৫ এর কার্যকরী পরিষদ ঘোষনা করা হয়, এতে নির্বাচিত সভাপতি তানভীর আহমেদ সিদ্দিকী ও সাধনারণ সম্পাদক তৌফিক আলম চৌধুরী।
নিরন্তর জ্ঞান আহরণ ও সুপ্ত প্রতিভার বিকাশ সাধনের লক্ষ্যে কাজ করে যাওয়া সংগঠনটি চন্দনাইশ বেশ সুপ্রিয় ও গ্রহণযোগ্য।
Discussion about this post