রুপন দত্ত –মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস)’র আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে উপজেলা কৃষি অফিস হল রুমে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আসাসের সভাপতি রুপন দত্তের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এনামুল হক নাবিদের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি দৈনিক আজাদী প্রতিনিধি এম নুরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ মনসুর, সাধারণ সম্পাদক জাহেদুল হক। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি মামুনুর রশীদ।
সাংবাদিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম, অর্থ সম্পাদক জাবেদুল ইসলাম, দপ্তর সম্পাদক জাহিদ হৃদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াদ হোসেন, সমাজসেবা ও পাঠাগার সম্পাদক শেখ আব্দুল্লাহ, নির্বাহী সদস্য কাঞ্চন সুশীল, সদস্য নুরুল কবির ও আরফাত হোসেন প্রমুখ।
এর আগে সকাল ১০টায় উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সাধারণ সম্পাদক জাহেদুল হকের নেতৃত্বের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
Discussion about this post